তবে হ্যা আপনি চাইলে আপনার সকল তথ্য গুগল এর "My Activity" তে জমে থাকা যে কোনো তথ্য মুছে দিতে পারবেন।
প্রতিবার আপনি যখন গুগল সার্চ করেন তখন তারা এইসব তথ্য " My Activity " নামের এই গুগল পেইজে জমা করে রাখা হয়।
আপনাদের বুঝার সুবিধার্থে লিংক টি নিচে দিলাম-
https://myactivity.google.com/myactivity
উপরোক্ত লিংক থেকে আপনি আপনার গুগল Foot Print এর কিছুটা হলেও Delete করতে পারবেন।
এবার কথা বলি ইউটিউব নিয়ে-
ইউটিউবে আপনি কি সার্চ করেন , কি দেখেন তাও গুগল নজরে রাখে।কিন্তু এটিও সহজেই মুছে দেয়া যায়।
Clear all watch history তে গিয়ে এই কাজটি করতে পারেন।
আপনাদের বুঝার সুবিধার্থে লিংক টি নিচে দিলাম-
https://myactivity.google.com/activitycontrols/youtube
গুগল আপনার থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং এই তথ্য বিজ্ঞাপনদাতাদের দিয়ে থাকে। একারণেই আপনার Search History’র সাথে সম্পৃক্ত বিজ্ঞাপন দেখতে প্রায়ই আপনি দেখতে পান।
যেমনঃ ফেইসবুক চালানোর সময় অনেক সময় Daraz এ সার্চ করা প্রডাক্ট এর বিজ্ঞাপন আপনা-আপনি সামনে এসে যায়!
কিন্তু চিন্তার কিছু নেই বিজ্ঞাপনদাতাদের কাছে কি তথ্য যাচ্ছে তা আপনিও জানতে পারেন।
আপনাদের বুঝার সুবিধার্থে লিংক টি নিচে দিলাম-
https://adssettings.google.com/authenticated
লিংকে প্রবেশ করার পর Ads Personalization off করে দিন। এতে আপনার তথ্য ভবিষ্যতে বিজ্ঞাপন দাতারা পাবে না।
একটি টাইমলাইন ফাংশনের মাধ্যমে আপনি ফোন বা ট্যাবলেট নিয়ে কোথায় কোথায় গিয়েছেন তার একটি তালিকা তৈরী করে রাখে গুগল।
আপনাদের বুঝার সুবিধার্থে লিংক টি নিচে দিলাম-
https://timeline.google.com/maps/timeline?
এই লিংকে প্রবেশ করেও অনেক কিছু জানতে পারবেন আপনি।
তাহলে একবার ভাবুন - আপনি সারাদিন অনলাইনে কত কিছুই না করছেন। আপনি যদি ভেবে থাকেন এগুলোতে কারো নজরদারি নেই তাহলে ভুল। আপনি আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে কখন কোথায় কিভাবে কি করছেন সকল কিছুর একটি ডাটা ফাইল প্রতি সেকেন্ডে ওয়েব সার্ভারে জমা হচ্ছে। সেখান থেকে কিছু তথ্য কাষ্টমাইজ করার অপশন আপনার হাতে থাকলেও বাকি সকল Acces থাকে নির্দিষ্ট ওয়েবসাইট বা আপনি যেসব সাইট / এপ্লিকেশন ব্যবহার করে থাকেন সেগুলোর কর্তৃপক্ষের নিকটে!
ঠিক আপনি যে মোবাইল ব্যবহার করে এই Article পড়ছেন সেই মোবাইল এর ভেতরে থাকা সকল ছবি,ভিডিও,মেসেজ সহ প্রায় সকল কিছুর এক্সেস নেয়া সম্ভব শুধুমাত্র একটি লিংক শেয়ারিং S.M.S দিয়ে। আপনার অজান্তেই হ্যাক হয়ে যেতে পারে আপনার ফোন। তাও আবার মাত্র ২-৩ মিনিটেই অন্যের হাতে চলে যেতে পারে আপনার সকল তথ্য। হ্যাক হতে পারে আপনার ফোনের সামনে/পেছনের ক্যামেরা।
কিভাবে নিজের ফোন সুরক্ষায় রাখবেন? কিভাবেই বা বুঝবেন ফোন হ্যাক হয়েছে কি না? এসব নিয়ে আর্টিকেল পড়তে আমাদের সাথেই থাকুন!


0 Comments